

নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হলো বিএনপি নেতা মোরসালিনকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫০ এএম, ১০ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৭:৫৩ এএম, ২৮ জুন,শনিবার,২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোরসালিন বর্তমানে সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য।
তার বিরুদ্ধে নাশকতা ও ভাঙচুরসহ সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ দোলোয়ার হোসেন।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘তিনি (মোরসালিন) সব মামলায় জামিনে রয়েছেন। তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে পুলিশ।’ এ ঘটনার তীব্র নিন্দা জানান বিএনপির এ নেতা।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘আসামি মোরসালিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আজ সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’