

শুক্রবার জেলা পর্যায়ে বিক্ষোভ করবে গণঅধিকার পরিষদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৯ পিএম, ৯ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০২:৫০ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

বিদ্যুৎ ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করবে গণঅধিকার পরিষদ।
আগামীকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দলটির এই বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে। এর আগে গত ১লা ফেব্রুয়ারি গণঅধিকার পরিষদের কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
এই বিষয়ে দলটির যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আগামীকালের কর্মসূচি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে জেলাগুলোতে নির্দেশনা দেয়া হয়েছে। গণঅধিকার পরিষদের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচি সফল করতে নানা ধরনের প্রস্তুতি গহণ করেছে। জেলায়-জেলায় এই বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।