

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে বগুড়ায় কৃষকদলের লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১১ পিএম, ৩ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৭:৩৬ পিএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে বগুড়ায় লিফলেট বিতরণ করেছে জেলা কৃষকদল। আওয়ামী সরকারের দমন ও নির্যাতনের বিরুদ্ধে বিরোধীদলের গ্রেফতারকৃত নেতা কর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সহ দশ দফা দাবিতে আজ শুক্রবার দুপুরে জাতীয়তাবাদী কৃষকদল বগুড়া জেলা কমিটির উদ্যোগে রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে পিটিআই মোড, মফিজ পাগলার মোড, ইয়াকুবিয়া মোড, সাতমাথা, ষ্টেশন রোড, প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণ করেন প্রধান অতিথি কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা।
এতে আরও উপস্থিত ছিলেন কৃষকদল বগুড়া জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, সদস্য সচিব ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক সুমন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, কৃষক নেতা এমদাদুল হক বাদশা, ইকবাল হোসেন, আবু বকর সিদ্দিক, অ্যাডভোকেট সানাউল সায়েম সুমন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, লিটু,বকুল সরকার, জাহিদুর রহমান মালেক, শহিদুল হক রাব্বু প্রমুখ।