

ফরিদপুর বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফল করতে কদলকিনিতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৩ পিএম, ২ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০২:৩৭ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে ফরিদপুর বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফল করতে কালকিনিতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় ৪ ফেব্রুয়ারী ফরিদপুরের বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফল করতে কালকিনি উপজেলা বিএনপি কতৃক আয়োজিত প্রস্তুতি সভায় প্রধাণ অতিথি হিসাবে বক্তব্য রাখছেন, কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন।
কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব মুন্সির পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।