

বিকেলে গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০২ এএম, ২৭ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৮:৫৫ এএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫

গণতন্ত্র মঞ্চের লিয়াজো কমিটির সাথে আজ বৈঠকে বসবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে মির্জা ফখরুলের সাথে থাকবেন দলের লিয়াজো কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকত উল্লাহ বুলু ও মোয়াজ্জেম হোসেন আলাল।
অন্যদিকে গণতন্ত্র মঞ্চের লিয়াজো কমিটি সদস্যদের মধ্যে থাকবেন আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, নুরুল হক নুর, শেখ রফিকুল ইসলাম বাবলু ও হাসনাত কাইয়ুম।