

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা কৃষক দলের কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১২ পিএম, ২৩ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০২:৪১ পিএম, ১০ আগস্ট,রবিবার,২০২৫

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা কমিটি আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি সঞ্চালনায় জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সুমন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম।
আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষক নেতা ও কৃষক দল কেন্দ্র কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, কৃষক নেতা বিনিয়াত হোসেন, ইকবাল হোসেন মন্ডল, সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট সানাউল সায়েম সুমন, বদিউজ্জামান, এমদাদুল হক বাদশা, আব্দুস সালাম রুবেল, বকুল, মানজিদুর রহমান, চঞ্চল, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, সামিউল ইসলাম শামীম, বকুল।