

লুটপাটের জন্যই গ্যাসের মূল্যবৃদ্ধি : গণফোরাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৮ পিএম, ২০ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০২:১৩ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
আজ শুক্রবার এক বিবৃতিতে তারা বলেন, নির্বাহী আদেশ কার স্বার্থে! যদি জনগণের স্বার্থে হতো তবে জনতার সীমাহীন দুর্ভোগ বাড়াত না। আওয়ামী লীগ সরকারের গ্যাসের মূল্যবৃদ্ধির নির্বাহী আদেশ লুটপাটের জন্য দুর্নীতিবাজদের পক্ষে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতেই এসব গণবিরোধী সিদ্ধান্ত। নির্বাহী আদেশে পুনরায় গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণের বুকে পাহাড় সমান বোঝা হয়ে যাবে।
তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত বিধ্বস্ত করে দিয়েছে এই কর্তৃত্বাবাদী সরকার। জনগণের চিন্তা না করে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে খামখেয়ালিভাবে এই স্বেচ্ছাচারী সরকার জনগণের ঋণের বোঝা আকাশচুম্বী করেছে। নাগরিকের জীবনযাত্রার মান নিম্নমানে নামিয়ে ফেলেছে। তবুও এদের বোধোদয় নেই—দিনকয়েক আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে এখন আবার গ্যাসের মূল্যবৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের আগুন লাগা বাজারে কেরোসিন ঢালার মতো অবস্থা সৃষ্টি করবে। জনতা আজ বাকরুদ্ধ! চুরি, লুটপাট, অনিয়ম ও অব্যবস্থাপনা আড়াল করতেই এই মরণ ফাঁদ। আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ব্যতীত বাংলাদেশের মানুষের মুক্তির কোনো উপায় নেই। এই লক্ষ্যে গণফোরাম সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে।
এদিকে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতারা বলেছেন, দুর্নীতি, লুটপাট, সাম্প্রদায়িকতাকে পরাজিত করে গণতন্ত্র ও শোষণমুক্ত সমাজ সমাজতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে আওয়ামী ও বিএনপি ধারার বাইরে বাম গণতান্ত্রিক প্রগতিশীলদের বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়। শাহবাগে প্রজন্ম চত্বরে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি’র সাবেক সভাপদি মুজাহিদুল ইসলাম সেলিম, সিপিবি’র সদস্য কমরেড এম এম আকাশ প্রমুখ। সমাবেশ থেকে অবিলম্বে এই ভোটারবিহীন সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেওয়া, নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং গ্যাস বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং-ন্যায্যমূল্যের দোকান চালু, পাচারের টাকা ফেরত আনা, খেলাপী ঋণ উদ্ধার ও এর সাথে জড়িতদের শ্বেতপত্র প্রকাশ, দেশের রাজনীতি-অর্থনীতিতে সাম্রাজ্যবাদী বিদেশি হস্তক্ষেপ বন্ধ, দুঃশাসনের অবসান, ব্যবস্থা বদল ও বিকল্প গড়ার সংগ্রাম জোরদার করারও আহ্বান জানানো হয়।
সমাবেশ থেকে বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, জাতীয় সম্পদ রক্ষা, পাচারের টাকা উদ্ধার, রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান খোলার দাবিতে ২৮-২৯ জানুয়ারি দেশের সকল জেলা-উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ। ফেব্রুয়ারি মাসজুড়ে ভোট ও ভাতের দাবিতে বিভাগীয় সদর, জেলায়-উপজেলায় সমাবেশ ও পদযাত্রা, ২৩ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণজাগরণ অভিযাত্রা, ঝটিকা সফর, ৬ মার্চ দলের ৭৫তম বার্ষিকীতে মাসব্যাপী নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২৬-২৭ জানুয়ারি দেশব্যাপী সিপিবি’র বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে দলটি।