

শাজাহানপুরে জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০১ এএম, ১৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৪:২৮ পিএম, ১৩ আগস্ট,
বুধবার,২০২৫

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী পালন করেছে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ৭টায় মাঝিড়াস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পণ ও দোয়া করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, সহ-সভাপতি মোজাফফর রহমান, শাহিনুর রহমান, যুগ্ম-সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, বাদশা আলম, আনোয়ার হোসেন, মতিউর রহমান, প্রচার সম্পাদক নুরুল আজাদ বিএনপি নেতা হাফিজার রহমান কাজল, এমরান হোসেন, মোহসীন আলী, দেলোয়ার হোসেন, মশিউর রহমান রকি, রুহুল আমিন রঞ্জু, শফিকুল ইসলাম, আতাহার আলী কাইয়ুম, মোশারফ হাসান, কামরুজ্জামান রাজা, মোকছেদ মানিক, মনোয়ার, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ভেটুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পুষ্পর্স্তবক অর্পণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং জিয়া পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনায় দোয়া করা হয়েছে।