

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৫ পিএম, ১৮ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ১০:৪২ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা, দোয়া ও শীতবস্ত্র বিতরণ করেছে জেলা ও শহর ছাত্রদল।
আজ বুধবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামালপুর জেলা ছাত্রদলের সহসভাপতি আসাদুল্লাহ আল মুনসুরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক অ্যাড. ওয়ারেছ আলী মামুন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি তুষার মাহমুদ উজ্জল, রুকনুজ্জামান রুকন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল ও শহর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদ প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি নেতা শাহ ওয়ারেছ আলী মামুন বলেন, জিয়াউর রহমান এ দেশে বাকশাল ভেঙ্গে দিয়ে সকল দলের রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়ের্ছিলেন। জিয়াউর রহমান এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অনেক কিছুই করে গেছেন। আজ জিয়াউর রহমান ও তার পরিবার নিয়ে ষড়যন্ত্র চলছে। যতই ষড়যন্ত্র হোক না কেন জিয়াউর রহমানের নাম মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। ওয়ারেছ আলী মামুন আগামী দিনে মানুষের ভোটের অধিকার আন্দোলনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।