

ছাত্রদল নেতৃবৃন্দের উপর হামলায় ইবি জিয়া পরিষদের নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৫ পিএম, ১৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৫:৫৩ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইবি জিয়া পরিষদ।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ ইদ্রিস আলী এক প্রজ্ঞাপনে এই প্রতিবাদ জানান।
প্রজ্ঞাপন সূত্রে, গত ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ইবি ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুককে শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে গিয়ে ঢাকার গাড়িতে বিদায় জানাতে যায় ইবি ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদল নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ইবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ ও রাফসান জানি শাওন আহত হয়। পরে গুরুতর আহত আনোয়ার পারভেজকে কুষ্টিয়ায় চিকিৎসা দেয়া হয়।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জিয়া পরিষদ নেতারা।