

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩২ এএম, ১৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৩:১০ পিএম, ১৪ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ আছেন। স্বাস্থ্য পরিক্ষা শেষে গতকাল সোমবার (১৬ জানুয়ারি) রাতে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি।
এর আগে গত রোববার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল।
একই দিন এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গত ৯ ডিসেম্বর পল্টন থানার মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়। গত ৩ জানুয়ারি তাদেরকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। এরপর গত ৯ জানুয়ারি বিকেলে কারামুক্ত হন তারা।