

উল্লাপাড়ায় পুলিশের বাধার মুখে কেন্দ্রীয় কর্মসূচি পালিত, আটক ৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৩ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০২:২৩ এএম, ১০ আগস্ট,রবিবার,২০২৫

উল্লাপাড়ায় পুলিশের বাধার মুখে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালিত ও ৭ জনকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
আজ সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘোষিত ১০দফা আদায়ে ও বিদ্যুৎ এর দাম কমানোর দাবিতে উল্লাপাড়া উপজেলা বিএনপির আয়োজনে শহরের বিজ্ঞান কলেজ।
এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কালীবাড়ি মোড় ঘুরে বিজ্ঞান কলেজ মোড় ঘুরে এবি মাঠে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত করে। উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল ওহাব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো, হেলাল সরকার, শাহীন আলম, শিবলু ও আবুল হোসেন বস প্রমুখ।