

বিদ্যুতের মূল্যবৃদ্ধিও প্রতিবাদে বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৭ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০১:০১ এএম, ২২ আগস্ট,শুক্রবার,২০২৫

রংপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল নগরীর গ্র্যান্ডহোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বের হয়। মিছিল টি নগরীর শাপলা চত্বর ঘুরে দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়। মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন সহ বিএনপি নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাাচত নয় বলে বারবার বিদ্যুৎ এর দাম বাড়িয়ে জনগণকে বিপদগ্রস্থ করে তুলছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণের দুঃখ কষ্ট লাঘব হবে না।
বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুর মহানগর বিএনপি এই কর্মসূচী পালন করে।