মাদারীপুরে উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৫ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০২:২৪ এএম, ৭ ডিসেম্বর,রবিবার,২০২৫
বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধি ও বিএনপির ১০ দফা বাস্তবায়নে মাদারীপুর সদর উপজেলা ও পৌর বিএনপি কতৃক আয়োজিত আজকের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার শহরের বেলবোর্ন প্লাজা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর বিএনপি নেতা মোঃ কিচলু খানের সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. জাফর আলী মিয়া।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রহমান মুরাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা, বিএনপি নেতা রফিকুল ইসলাম মাতুব্বর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ,জেলা শ্রমিকদল নেতা সেলিম মুন্সি, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মাহমুদুল হাসান, মাইদুল ইসলাম রানা প্রমুখ।




