

কুলিয়ারচরে মদ্যপানে আ.লীগ নেতাসহ ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৭ এএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০২:৩৫ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মদ্যপান করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনসহ ৪ জন মারা গেছেন।
অপর তিনজন হলেন, জহির রায়হান ( জজ মিয়া), গোবিন্দ বিশ্বাস ও দিলু মিয়া। তাঁদের সঙ্গে থাকা কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমানও অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। হাবিবুর উপজেলা আওয়ামী লীগের সদস্য। এরা সবাই রোববার রাতে মদ্যপান করেছিলেন।
স্থানীয় সূত্র জানায়, কুলিয়ারচরে একটি মদের দোকান থেকে তারা রোববার রাতে মদ্যপান করে বাসায় যাওয়ার পর বমি করতে থাকে। পরে তাদের পরিবারের সদস্যরা রাতেই স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সোমবার সকালে একের পর এক তারা হাসপাতালে মারা যান।
কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার কথা স্বীকার করে বলেন, তারা মদ্যপান করে এর বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেছেন বলে চিকিৱসকরা জানিয়েছেন।
দুই নেতার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা। তিনি বলেন, গিয়াস উদ্দিন ও জহির রায়হান আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন।
রাজনৈতিক সহকর্মী ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গিয়াস উদ্দিন ও জহির রায়হান ভালো বন্ধু ছিলেন। গিয়াস উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। জহির রায়হানও আওয়ামী লীগের নেতৃত্বে আছেন অনেক দিন ধরে।