

রায়পুরায় বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৫ এএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৬:৫৭ এএম, ১৭ আগস্ট,রবিবার,২০২৫

বিএনপির কেন্দ্র ঘোষিত বিদ্যুতের মূল্য, নিত্যপ্রোয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি ও গ্রেফতার কৃত নেতৃবৃন্দের মুক্তির দাবীতে রায়পুরা উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠন বিক্ষোভ মিছিল বের করলে রায়পুরা থানা পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
আজ সোমবার (১৬ জানুয়ারি) মিছিলে অংশ গ্রহন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিঃযুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক মোঃফরিদ উদ্দিন, সহ সাংস্কৃতিক সম্পাদক এরশাদ গাজী, উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, পৌর যুবদলের সদস্য সচিব সুমন নেওয়াজ, যুবদল নেতা হুমায়ুন কবির, আলকাছ উদ্দিন, অহিদ, রাসেল, রাজ্জাক, সোহেল, খালিদ, ফারুক, মোয়াজ্জেম, শামিম, কালাম, তাঁতিদলের পৌর শাখার সদস্য সচিব বাদল সহ বিপুল সংখ্যক নেতা কর্মী।