

যুগপৎ আন্দোলনে গণতন্ত্র মঞ্চের সমাবেশ শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৫ এএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৪:৩৭ এএম, ৫ জুলাই,শনিবার,২০২৫

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে সমাবেশ শুরু করেছে গণতন্ত্র মঞ্চ।
আজ সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা সাড়ে ১১টায় এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
সমাবেশে উপস্থিত আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাউয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক প্রমুখ। তবে সমাবেশে যোগ দেয়নি গণঅধিকার পরিষদের নেতারা।