

ফরিদপুর বিভাগীয় বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৪ পিএম, ৯ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ১০:০৬ এএম, ২৯ জুন,রবিবার,২০২৫

আগামী ১১ জানুয়ারি ফরিদপুর বিভাগীয় গণ অবস্থান কর্মসূচি সফল করার লক্ষে ফরিদপুর বিভাগীয় বিএনপির উদ্যোগে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা এর সভাপতিত্বে শহরের কাঠপট্রিতে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (০৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ূম জঙ্গী, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন গণতন্ত্র হরণকারী, লুটেরা ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, বর্তমান অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীসহ ১০ দফা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবীতে আগামী ১১ জানুয়ারি বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত তাদের কেন্দ্র ঘোষিত গণ অবস্থান কর্মসূচি ফরিদপুরে সফল ভাবে পালন করার জন্য প্রত্যেক নেতাকর্মীকে আহ্বান জানান।