

মাদারীপুরে বিএনপির আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র মেরামতের রূপরেখা ব্যাখ্যা সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০০ পিএম, ৮ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ১২:২৪ পিএম, ৩০ জুন,সোমবার,২০২৫

মাদারীপুরে বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র মেরামতের রূপরেখা সংক্রান্ত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকাল ৩ টায় বিএনপি ঘোষিত আন্দােলনের ১০ দফা ও রাষ্ট্র মেরামতের রূপরেখা সংক্রান্ত সুধী সমাবেশ মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা বিএনপি কার্যলয়ে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া। সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ছাত্রদলের সোনালী অতীত ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক আনিসুর রহমান তালুকদার খোকন।
মাদারীপুর জেলা বিএনপির বহবায়ক এ্যাড জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।