

খাগড়াছড়িতে জাতীয়তাবাদী শক্তির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৭ পিএম, ৭ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৫:৪০ এএম, ৫ জুলাই,শনিবার,২০২৫

দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সম্পদ ক্রোকের আদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
আজ শনিবার (৭ জানুয়ারী) বেলা ১১ঘটিকার সময়) কলাবাগান মিল্লাত চত্বর থেকে মিছিলটি বের হয়। এরপর বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গা ব্রিজ এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই অবৈধ সরকার তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ফরমায়েশি আদেশ দিয়েছেন। রাজনীতি থেকে দূরে রাখতে তাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।
তারেক রহমানকে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা উল্লেখ করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, উনাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এই ষড়যন্ত্র বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দেবে না বিএনপি। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার ফিরিয়ে আনতে যে কোনো মূল্যে সরকারকে পদত্যাগে বাধ্য করবে জনগণ।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা উপজেলা, পৌর ও সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন