

চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ সহ ৫ জনকে আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১১ পিএম, ২৪ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৬:১৩ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

বিএনপির গণ মিছিলের প্রস্তুতিকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ সহ ৫ জনকে আটক করে পুলিশ।
ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা বাস্তবায়ন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির গণ-মিছিলের প্রস্তুতিকালে পুলিশের হাতে গ্রেফতার হন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির সদস্য আবু আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহম্মেদ রানাসহ আটক ০২ জন।
আটকের কারণ জানার জন্য রাত ৯ঃ০৪ থেকে ৯ঃ০৬ পর্যন্ত চুয়াডাঙ্গা থানার ওসি মাহবুব রহমান সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।