

মানিকগঞ্জে বিএনপির গণ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৬ এএম, ২৪ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৫২ পিএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

গণতন্ত্র পুনরুদ্ধার তথা নির্দলীয় নিরপেক্ষ তত্বাবাধায়ক সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচনের দাবিতে মানিকগঞ্জে বিএনপির গণ মিছিল করেছে।
আজ শনিবার দুপুরের দিকে কেন্দ্রীয় ঘোষিত গণ মিছিল বের করা হয়। গণ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির।
গণ মিছিলে নেতাকর্মীরা দ্রব্যমূলের ঊর্ধ্বগতি, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ছাড়াও ১০ দাবি বাস্তবায়ন চায়।
এর আগে সকাল থেকে ৭ উপজেলা থেকে তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে এসে জোড়া হয় মানিকগঞ্জ মডেল হাই স্কুলে। পরে মিছিলটি শহরের এলাকায় গণ মিছিল ও সমাবেশ শেষ করা হয়।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, সাংগঠনিক সম্পাদক সম্পাদক নুরতাজ আলম বাহার প্রমুখ।