

কারাবন্দি বিএনপি নেতা রিজভীর মুক্তি ও সুচিকিৎসা দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৮ এএম, ২৩ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:৩০ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিকসসহ নানা জটিল রোগে আক্রান্ত। এর আগে তিনি হার্ট অ্যাটাক করেছিলেন, আক্রান্ত হয়েছিলেন ভয়াবহ করোনায়।দুই বারই তিনি মৃত্যুর কাছ থেকে ফিরে এসছেন। বর্তমানে কারাগারে তিনি প্রচন্ডভাবে অসুস্থ হয়ে পড়ছেন বলে জানিয়েছেন তার স্ত্রী আরজুমান আরা বেগম।
আজ শুক্রবার দৈনিক দিনকালকে মুঠোফোনে এসব কথা বলেন।
তিনি বলেন, তার আগের রোগগুলো আরও বেড়েছে। করোনায় তার ফুসফুসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় তাকে সবসময় গরম পানি খেতে হতো। কারাগারে সে সুবিধা পাচ্ছে না। সে অতীতে ডিভিশন পেলেও এখনও তাকে ডিভিশন দেওয়া হয়নি। সে এতটাই অসুস্থ হয়ে পড়ছে যে সে অন্যের সহায়তা ছাড়া একা চলাফেরা করতে পারে না, ওঠা বসা করতে পারে না। বাথরুমেও যেতে হয় অন্যের সহায়তায়। তিনি অবিলম্বে রিজভীর সুচিকিৎসা ও মুক্তির দাবি জানান।