

বিকালে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৫ এএম, ১৯ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০১:১০ এএম, ২৮ জুন,শনিবার,২০২৫

সরকার পতনের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা রূপরেখা ঘোষণা করবে বিএনপি।
আজ সোমবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় গুলশানের হোটেল ওয়েস্টিনে এই রূপরেখা ঘোষণা করবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দলীয় সূত্রে জানা গেছে, রূপরেখা ঘোষণা অনুষ্ঠানে সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতা, দল সমর্থিত সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতাদের আমন্ত্রণ জানিয়েছে বিএনপি।
এছাড়া বিরোধী অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের ২৭ দফা রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।