

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের বিজয় দিবসের বিশাল মিছিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৫ পিএম, ১৬ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:২৯ এএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী'র নেতৃত্বে মহান বিজয় দিবসে বিশাল মিছিল নিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এসময় ঢাকা ও আরিচা মহাসড়কে দীর্ঘ যান জটের সৃষ্টি হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের স্লোগানে মুখরিত ছিলো ঢাকা আরিচা মহাসড়ক।
এসময় জাতীয় স্মৃতিসৌধের ভেতরে বিএনপির হাজার হাজার মানুষের উপস্থিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে যায় পুরো স্মতিসৌধের চত্বর। পরে তারা জাতীয় নের্তৃবৃন্দের সাথে মিশে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাবেক যুগ্ম সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আব্দুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক বদরুল আলম সুমন, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, সাভার পৌর যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাতবর, সদস্য সচিব আব্দুল্লাহ ইউসুফ, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আরিফ, ধামরাই পৌরযুগ্ম আহবায়ক পারভেজ পাঠান, মীর আকিব সহ হাজারো নেতাকর্মী।