

ইবি ছাত্রদলের মহান বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৯ এএম, ১৬ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:৪৭ পিএম, ২৫ জুন,
বুধবার,২০২৫

বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ক্যাম্পাসের থানা গেট সংলগ্ন ভিত্তি প্রস্তর থেকে র্যালি শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে র্যালিটি বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে গিয়ে শেষ হয়।
সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে র্যালিতে যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, সোলায়মান চৌধুরী, সালাউদ্দিন রানা, উল্লাস মাহমুদ, আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দীন, তরিকুল ইসলাম সৌরভ, রোকনুজ্জামান, মামুন, আবু সাঈদ রনি, তামিম, স্বাক্ষর, আশহাদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতাকর্মীরা।
সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, বিজয় দিবসে আমাদের শপথ হোক বাকশাল মুক্ত বাংলাদেশ গড়া। এই অগণতান্ত্রিক, দখলদার ও লুটের সম্রাজ্য গড়া আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে থাকতে বদ্ধপরিকর।