

আওয়ামী সন্ত্রাসী হামলায় ফেনী পৌর বিএনপির আহ্বায়ক গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২১ এএম, ১৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:০৭ পিএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেনকে (৬০) এলোপাতাড়ি পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাসপাতাল সড়কে এ হামলার ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পরিবার ও বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেলোয়ার হোসেন বিএনপির রাজনীতি করা ছাড়াও ফেনী পৌরসভার সাবেক কমিশনার ছিলেন। তাঁর ছেলের বিয়ে উপলক্ষে আত্মীয় ও বন্ধুদের দাওয়াত দিয়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় সদর জেনারেল হাসপাতাল সড়কের সিএনজি ফিলিং পাম্পের কাছাকাছি পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর গতি রোধ করে তাঁকে এলোপাতাড়ি পেটানো শুরু করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।
জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন এ হামলার জন্য স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের দায়ী করেন। তিনি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের তালিকা করে আওয়ামী লীগের দুর্বৃত্তরা হত্যার মিশনে নেমেছে। তারা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর অব্যাহত রেখেছে। প্রতিটি রক্তকণার বদলা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।’
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, তিনি ঘটনার কথা শুনেছেন, তবে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।