

মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৮ পিএম, ১৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৩২ এএম, ১১ আগস্ট,সোমবার,২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
আজ মঙ্গলবার বিকেলে শহরের বানিয়া বাজার এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন অভিযোগ করে বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্টেশন রোডে বিকেলে দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ সমাবেশ করার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেয়ায় সেখানে আমরা সমাবেশ করতে পারেনি।
তিনি এর তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে শহরের শান্তি বজায় রাখার স্বার্থে আগামী দিনে বিএনপির শান্তিপুর্ণ কর্মসূচিতে কোন বাঁধা না দিতে সকলের প্রতি আহ্বান জানান। এসময় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশের কড়া নিরাপত্তা ছিল।
এছাড়াও যুবদল, ছাত্রদল, মৎস্যজীবীদল শহরের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল করে।