

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৫ এএম, ১৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:১১ পিএম, ৩০ জুন,সোমবার,২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। সংস্থাটির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, মধ্যরাতে উত্তরার একটি বাসা থেকে ডা. শফিকুর রহমান, তার ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম ও গাড়ির ড্রাইভারকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।
১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকার বিভাগীয় গণসমাবেশে ১০ দফা দাবি দেয় বিএনপি। একই দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই আন্দোলনের ঘোষণা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে অস্থির করে তুলেছে। এজন্যই তারা জামায়াতের আমিরকে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন। সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।