

বগুড়ার সাবেক এমপি এস এম ফারুকের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২২ এএম, ১২ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০১:৫০ পিএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫

বগুড়া সদর আসন (বগুড়া-৯) এর সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর প্রতিষ্ঠাতা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোজাহিদী ফারুক (এস এম ফারুক) গতকাল রোববার বগুড়া শহরের কামারগাড়ির নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী , দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এস এম ফারুক দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। কিছুদিন আগে স্ট্রোক হওয়ার পর থেকে তিনি শয্যাশায়ী ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।
গতকাল রবিবার (১১ ডিসেম্বর) বাদ আসর বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবন মাঠে নামাজে জানাজা শেষে মরহুমকে নামাজগড় গোরস্থানে দাফন করা হয়।
মরহুমের ছোট ছেলে সৈয়দ আহনাফ তাজওয়ার জানান, বীর মুক্তিযোদ্ধা এস এম ফারুক ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন। তিনি বগুড়া সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ১৯৭৯ সালে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। তার মৃত্যুতে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র মো: রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার ও জাহিদুল ইসলামসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।