

অধিকারের প্রশ্নে আপস করবে না জাতীয় পার্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৬ পিএম, ১১ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৭:১৩ এএম, ৮ জুলাই,মঙ্গলবার,২০২৫

জাতীয় পার্টি বলেছে, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে মানুষের অধিকারের প্রশ্নে তারা কখনো আপস করবে না। গণমানুষের অধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টি রাজনীতি করে বলে জানায় দলটি।
আজ রবিবার (১১ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলা হয়।
জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, মুক্তিযুদ্ধ শোষণ ও বঞ্চনামুক্ত একটি সমাজ গঠনে অনুপ্রেরণা হয়ে আছে। একাত্তরের স্বাধীনতা সংগ্রাম বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষকে আজীবন পথ দেখাবে।
জাতীয় পার্টির কো-চেয়াম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় পার্টি মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে রাজনীতি করছে।
সভায় আরও উপস্থিত ছিলেন, দলের কো-চেয়ারম্যান সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা ও সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরসহ প্রমুখ।