

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাণ্ডবলীলা চালানো হয়েছে : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৩ এএম, ১১ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৬:৫৩ এএম, ২৩ আগস্ট,শনিবার,২০২৫

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাণ্ডবলীলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স।
চার দিন পর আজ রোববার দুপুর সোয়া ১টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন প্রিন্সসহ দলের অন্য নেতারা। এর পর সেখান থেকে বেরিয়ে তিনি এ অভিযোগ করেন।
প্রিন্স দাবি করেন, পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে যা ঘটিয়েছে তা একাত্তরের পাক হানাদারদের কর্মকাণ্ডকেও হার মানায়।
তিনি দাবি করেন, পুলিশ বাহিনী কার্যালয়ে প্রবেশ করেই শহীদ জিয়াউর রহমানের ম্যুরালের কাচ ভাংচুরের মাধ্যমে তাণ্ডব শুরু করে। এর পর তারা প্রতিটি কক্ষে ভাঙচুর চালায়। তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতার কক্ষের দরজা-জানালার গ্লাস, আসবাব ভাঙচুর করে। তারা ভবনের প্রতি তলায় অবস্থিত রুমে ভাঙচুর করে। তারা কম্পিউটার ভাঙচুর করে সেগুলোর হার্ডডিস্ক নিয়ে যায়।
এ ছাড়া আলমারি ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। এমনকি বিএনপি সদস্যদের দেওয়া চাঁদার সংরক্ষিত নগদ টাকাও তারা নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
আজ সকালে বিএনপির নেতাকর্মীদের কাছে কার্যালয়ে চাবি হস্তান্তর করে পুলিশ।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ১০ ডিসেম্বর বিএনপির যে গণসমাবেশ হয়েছে, সেটি কেন্দ্র করে বিএনপির পার্টি অফিসকেন্দ্রিক গত ৭ ডিসেম্বর অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়। এতে বেশ কিছু সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ঘটনায় মামলা হয়। মামলার কার্যক্রম ও ক্রাইমসিনের জন্য বিএনপির কার্যালয় একদিনের মতো বন্ধ ছিল। পরে কার্যালয়ের চাবি তাদের (বিএনপি নেতাদের) কাছে দিয়ে দেওয়া হয় এবং কেন্দ্রীয় কার্যালয় তাদের নিয়ন্ত্রণেই ছিল।