

সম্রাটের বিরুদ্ধে চার্জ গঠনের সময় পেছাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৯ এএম, ১১ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৫:০৪ পিএম, ২৮ জুন,শনিবার,২০২৫

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন মামলায় আদালতে হাজিরা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কার হওয়া সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।
আজ রোববার (১১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।
তবে এদিন সকালে সম্রাট আদালতে হাজিরা দেওয়ার পর তার আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করেন।
সারা দেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। গত ২২ আগস্ট সম্রাটের জামিন মঞ্জুর করেন আদালত।