

বিএনপির নেতাদের মুক্তি দাবি করেছে গণঅধিকার পরিষদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৬ পিএম, ৯ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:৪৭ এএম, ৮ জুলাই,মঙ্গলবার,২০২৫

বিএনপির শীর্ষ নেতাদের গভীর রাতে আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তি দাবি করেছে গণঅধিকার পরিষদ। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের বেআইনি আদেশ পালন না করার পাশাপাশি সহনশীল ভূমিকা পালনের আহ্বান জানায় তারা। দলটি অভিযোগ করে বলেছে, কর্তৃত্ববাদী সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে আইন-কানুন, নিয়ম-নীতির তোয়াক্কা করছে না, যা অত্যন্ত উদ্বেগের এবং সমাজ ও রাষ্ট্রের জন্য অশনি সংকেত।
আজ শুক্রবার গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন। সংগঠনের পক্ষ থেকে তাঁরা অনতিবিলম্বে এসব নেতার মুক্তি দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, কর্তৃত্ববাদী সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে আইনকানুন, নিয়ম-নীতির তোয়াক্কা করছে না। রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও দলীয় গুন্ডাবাহিনীর হামলা, বানোয়াট মামলায় গ্রেফতার, বিরোধী দলের নেতাকর্মীদের ফাঁসাতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের নাটক থেকে এমন হীন কোনো কাজ নেই যা সরকার করছে না। সরকারি দলের নেতাকর্মীদের মধ্যে ন্যূনতম রাজনৈতিক সহনশীলতা ও শিষ্টাচারবোধও এখন লক্ষ্য করা যাচ্ছে না, যা অত্যন্ত উদ্বেগের এবং সমাজ ও রাষ্ট্রের জন্য অশনি সংকেত।
নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বুধবার সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের সিএমএম আদালতে হাজির করা হয়।
দমন-পীড়ন, হামলা-মামলা করে অবৈধভাবে ক্ষমতায় থাকা যায় না উল্লেখ করে নেতারা বলেন, যার দৃষ্টান্ত বাংলাদেশসহ পৃথিবীর বহু দেশে রয়েছে। তাই অনতিবিলম্বে হামলা-মামলা, দমন-পীড়ন বন্ধ করে বিএনপি মহাসচিবসহ সব নেতার মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায় দলটি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সরকারের বেআইনি আদেশ পালন না করার পাশাপাশি সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ের মতো গণতান্ত্রিক কর্মসূচি ও সাংবিধানিক অধিকারের প্রশ্নে পুলিশসহ প্রশাসনকেও সহনশীল ভূমিকা পালনের আহ্বান জানায়।