

পুলিশি হামলা-গ্রেপ্তারের প্রতিবাদে জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১২ এএম, ৮ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:২৪ এএম, ২২ আগস্ট,শুক্রবার,২০২৫

ঢাকার নয়াপল্টনে বিএনপির দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে দলের নেতা-কর্মী ও সমর্থকদের উপর পুলিশি হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় জয়পুরহাট শহরের রেলওয়ে স্টেশন থেকে প্রতিবাদ মিছিল বের করে জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় তাদের মিছিল। পরে সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান উজ্জ্বল, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক আদনান শাহরিয়াসহ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, গতকাল বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে আমাদের নেতা-কর্মীদের উপর পুলিশ হমলা করে মকবুল নামে এক কর্মীকে নিহত করেছে। এ ছাড়াও পুলিশ নয়াপল্টন থেকে বিএনপির দুই শতাধিক নেতা–কর্মীকে আটক করেছে।