

চরফ্যাশনে বিএনপির দুই নেতার বাসায় পুলিশি অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৪ এএম, ৮ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:২৭ পিএম, ১৫ আগস্ট,শুক্রবার,২০২৫

ভোলার চরফ্যাশনে গত পৌর নির্বাচনে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার হুমায়ুন কবির ও চরফ্যাশন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মমিনুল ইসলাম ভূট্রুর বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। এসময় তারা বাসায় ছিলেন না।
গতকাল বুধবার (০৭ ডিসেম্বর) দিবাগত রাতে চরফ্যাশন পৌরসভা ৭ নং ও ৪ নং ওয়ার্ডস্থ তাদের নিজ বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিকদার হুমায়ুন কবির ও মমিনুল ইসলাম ভূট্রু জানান, তাদের বিরুদ্ধে কোন মামলা নেই। ঢাকায় গণসমাবেশ সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের ওপর চাপ বাড়াতেই এমন অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন বলেন, এ বিষয়ে আমার জানা নাই। জেনে জানাবো। তবে পুলিশ ওয়ারেন্টের আসামী গ্রেফতারে বের হয়েছিল।