

ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হলেন ইমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১২ পিএম, ৭ ডিসেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০১:৫৬ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ (দপ্তরের দ্বায়িত্বে) মুক্ত না হওয়ায় পর্যন্ত বিএনপি সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদকের অতিরিক্ত দ্বায়িত্ব পালন করবেন।
আজ বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ জানানো হয় বলে বিএনপি মিডিয়া সেল এর সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেন।
তিনি জানান, নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আজ বিকালে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ গ্রেফতার হন। তিনি এ সময় বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দ্বায়িত্ব পালন করছিলেন।
এরই সঙ্গে জানানো হয়, আগামীকাল ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ৩ টা গুলশান হোটেল লেক শোর বিশেষ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তী সময় ও তারিখ জানানো হবে।