

যুবদল নেতৃবৃন্দর গ্রেফতারের প্রতিবাদে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৪ পিএম, ৫ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৪:০০ এএম, ২০ আগস্ট,
বুধবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে তারাকান্দায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৫ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জান ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধাধন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম আমিনুল ইসলাম, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল, ফুলপুর উপজেলা ছাত্রদলের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ প্রমূখ।