

সুলতান সালাউদ্দিন টুকুর গ্রেফতারের প্রতিবাদে রংপুর জেলা যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৭ পিএম, ৪ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১০:০৩ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ যুবদলের নেতাকর্মী গ্রেফতারের প্রতিবাদে রংপুর জেলা যুবদল বিক্ষোভ করেছে।
আজ রবিবার (০৪ ডিসেম্বর) বিকালে নগরীর গ্র্যান্ডহোটেল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা যুবদল অফিসের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু অভিযোগ করে বলেন, সরকার মরণ কামড় শুরু করেছে। বিনাকারণে আমদের প্রিয় সভাপতি টুকু ভাইকে গ্রেফতার করেছে। রংপুরেও গ্রেফতার অভিযান চালাচ্ছে। কিন্ত এত কিছুর পরেও এই সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না।