

ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত মিডিয়া উপকমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৮ পিএম, ৪ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৯:১০ পিএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত মিডিয়া উপকমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মিডিয়া উপকমিটির আহ্বায়ক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মিডিয়া উপকমিটির সদস্য সচিব ও মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের পরিচালনায় সভায় বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল, ব্যারিস্টার রুমিন ফারহানা, আতিকুর রহমান রুমন, মিডিয়া উপকমিটির আমিরুল ইসলাম কাগজি, ড. শরীফুল ইসলাম দুলু, ডা. পারভেজ রেজা কাকন, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, প্রকৌশলী ইনামুল হক, সাঈদ খান, মাহবুব মানিক, কে বি মামুর ও আপেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।