

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে সাভারে লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৮ এএম, ৩ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৪১ এএম, ২৮ জুন,শনিবার,২০২৫

আগামী ১০ই ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে সাভারে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (০৩ ডিসেম্বর) সকালে সাভার পৌর এলাকার, বোলিয়ারপুর, আশুলিয়ার পল্লী বিদ্যুৎ বাসস্ট্যান্ড ও জিরানি সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও জনসংযোগ করা হয়। এসময় তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রয় চৌধুরি, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আবদুর রহমান বাবুল, সাভার পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ হোসেন ইউসুফ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ নাঈম খান ও ছাত্রদল নেতা ফয়সাল হামিদসহ অনেকে নেতাকর্মী।