

মানিকগঞ্জে ১৬১ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা, গ্রেপ্তার ২৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৪ পিএম, ১ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:২৬ এএম, ২৭ জুন,শুক্রবার,২০২৫

আগামী ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় মহাসমাবেশ কেন্দ্র করে মানিকগঞ্জে ১৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এপর্যন্ত পুলিশ ২৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
জানা গেছে, জেলার ৭ টি থানায় বিভিন্ন নাশকতার দায়ে একযোগে ৭ টি মামলা করা হয়েছে। এরপর থেকে পুলিশের অভিযানে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পারভেজসহ ২১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
মানিকগঞ্জ সদর থানায় ককটেল বিস্ফোরণ মামলায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পারভেজকে প্রধান আসামি করে ১৫ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন মানিকগঞ্জ টু ঝিটকা সিএনজি পরিবহনের সাধারণ সম্পাদক হাসানুর ইসলাম সবুজ। এবং আরেকটি বিস্ফোরক আইনে জেলা বিএনপির সহ সভাপতি মোতালেব হোসেনকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
অন্যদিকে, শিবালয় থানায় ২০ জন, দৌলতপুর থানায় ২২ জন, ঘিওর থানায় ২৯ জন, হরিরামপুর থানায় ১৭ জন, সাটুরিয়া থানায় ২৮ জন এবং সিংগাইর থানায় ১৩ জন নেতাকর্মীর নামে মামলা রুজু হয়েছে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার বলেন, সরকার পূর্বপরিকল্পিত ভাবে ১০ ডিসেম্বরের মহাসমাবেশ নস্যাত করতে মানিকগঞ্জে বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা দিচ্ছে।
জেলা বিএনপি সরকারের এই নেতিবাচক মনমানসিকতাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, পৃথক পৃথকভাবে থানায় দুইটি বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। এসব মামলার প্রধান আসামীদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।