

আশুলিয়া থানায় আবারও বিএনপি ও ছাত্রদলের ৩২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৮ পিএম, ১ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:১৯ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

পুলিশে কাজে বাঁধ দেওয়ায় নতুন আরও একটি মামলা দায়ের করেছে আশুলিয়া থানা পুলিশ।
গতকাল বুধবার (৩০ নভেম্বর) ঐ মামলায় আশুলিয়া থানা ছাত্রদল নেতা মোঃ মোজাম্মেল হোসেন ও মোঃ হৃদয় মাতবরকে গ্রেফতার করে পুলিশ।
তথ্য সূত্রে জানা যায়, নিহত নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুবলীগ, ছাত্রলীগের হামলার শিকার হোন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। এই ঘটনায় মারাত্মক আহত হোন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই ঘটনার প্রতিবাদে গত ২৪ নভেম্বর ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক ও বর্তমান সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ তমিজ উদ্দিনের নেতৃত্বে মশাল মিছিল করে ছাত্রদল। মশাল মিছিলের পর মোহাম্মদ তমিজ উদ্দিনকে গ্রেফতার করার জন্য আশুলিয়া থানা পুলিশ তৎপর হোন বলে জানান ছাত্রদল কর্মীরা।
তারা আরো বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশে অধিক লোক সমাগম ব্যাহত করাই এই পুলিশলীগের মূল লক্ষ্যে।
এর আগে গত ২৬ নভেম্বর ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মোহাম্মদ তমিজ উদ্দিনসহ আরো ২৩ জনের বিরুদ্ধে পুলিশে ওপর হামলা, পুলিশের কাজে বাধা দেওয়া ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আশুলিয়া থানায় মামলা হয়। পরে গতকাল আবারও ছাত্রদল নেতা মোহাম্মদ তমিজ উদ্দিনসহ ৩২ জনের নামে নতুন করে আর ১টি মামলা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ তমিজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, এই মামলা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছি। তাছাড়া ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনায় কোনো আপোষ হবেনা। ভবিষ্যতে এরূপ কাপুরুষোচিত ঘটনা ঘটানো হলে রাজপথে তার ন্যায্য জবাব দেওয়া হবে।