

আগামীকাল পুলিশ মহাপরিদর্শকের সাথে বিএনপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৩ পিএম, ৩০ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:২৫ এএম, ১৬ আগস্ট,শনিবার,২০২৫

বিএনপি একটি বিশেষ প্রতিনিধি দল পুলিশ মহাপরিদর্শক এর সাথে বৈঠক করবেন জানিয়েছেন বিএনপি মিডিয়া সেল এর সদস্য শায়রুল কবির খান।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, আগামীকাল ১ ডিসেম্বর দুপুর ১টায় পুলিশ সদর দপ্তরে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর সাথে বিএনপির একটি প্রতিনিধি দল আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশে এর নিরাপত্তাসহ বেশ কিছু বিষয় নিয়ে আলাপ করা হবে।
এ বৈঠকে অংশগ্রহণ করবেন, বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।