

উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন সাবেক ছাত্রনেতা মনির হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৪ এএম, ২৮ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৯:১১ এএম, ১০ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সাবেক যুগ্ম আহবায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মনির হোসেন গুরুতর অসুস্থ হয়ে একহাত ও এক পা অকেজো হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন তার সম্পূর্ণ চিকিৎসা এই দেশে আর সম্ভব নয়। এমতবস্থায় সাবেক ছাত্রনেতা মনির হোসেন উন্নত চিকিৎসার জন্য আগামী বৃহস্পতিবার ভারতের ভেলোর যাবেন।
গতকাল রবিবার (২৭ নভেম্বর) মনির হোসেন এর শারীরিক অবস্থার খোঁজ নিতে পিজি (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়েছিলেন তার সতির্থরা।
তার উন্নত চিকিৎসার বিষয়ে পর্যাবেক্ষণ করছেন বিএনপি সহ-সাংগঠনিক সিলেমুজ্জামান সেলিম, বিএনপি সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, বিএনপি সহ- জলবায়ু বিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, বিএনপি সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য হায়দার আলী লেলিন, ছাত্রদল রিয়াদ ইকবাল প্রমূখ।
মনির হোসেন এর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।