বগুড়া শহর ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৫ পিএম, ২৬ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০১:২৯ পিএম, ৯ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৫
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বগুড়া শহর ছাত্রদল।
আজ শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের নাবাব বাড়ী সড়কে থেকে মিছিল বের হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সমানে যেয়ে মিছিলটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদল সাবেক কার্যনির্বাহী সদস্য এস এম রাঙ্গা, সাবেক সিনিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক বগুড়া শহর ছাত্রদল ছাত্রদল আরিফুর রহমান রকি, সাবেক সভাপতি ১৯নং ওয়ার্ড ছাত্রদল ও শহর ছাত্রনেতা আরিফ ইসলাম, রিমন, রুমন, সানজাত, সন্ধি, রিদয় প্রমূখ।




