

গাবতলীর সাবেক এমপি লালু’র সুস্থ্যতা কামনায় নশিপুরে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৯ পিএম, ২৫ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:০৭ এএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা এবং কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু গুরুত্বর অসুস্থ্য হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। সাবেক এমপি লালু’র অতিদ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে আজ শুক্রবার বাদজুম্মা বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ী তালুকদারপাড়া জামে মসজিদে দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাতে অংশ নেন স্থানীয় নশিপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জিঃ রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, উপজেলা বিএনপির ক্ষুদ্র ও ঋন বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বজলু, বিএনপির নেতা মাহফুজার রহমান ফারুক, সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফজলার রহমান, রফিকুল ইসলাম খোকন, আমিনুল হক, মুঞ্জুরুল হক, হায়দার আলী, জহুরুল ইসলাম সজল, সিরাজুল ইসলাম, ডাঃ শাহীন, এনামুল হক, যুবদল নেতা মিল্লাত হোসেন, মতিয়ার রহমান, ছাত্রদল নেতা ডিউ তালুকদার সহ স্থানীয় মুসল্লীগন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ হামিদুল হক।