

আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৯ পিএম, ২৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:১১ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ছাত্রদলের নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসী, ছাত্রলীগ, যুবলীগ কর্তৃক হামলার প্রতিবাদে আশুলিয়া মশাল মিছিল করেছে ছাত্রদল। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদ্য সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ তমিজ উদ্দিনের নেতৃত্বে ঢাকা জেলা উত্তর ছাত্রদল আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মশাল মিছিল করে।
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ মশাল মিছিলে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কয়েক'শ নেতাকর্মী অংশ নেন।
সমাবেশ থেকে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, এই অবৈধ এখন পাগল হয়ে গেছে। তাই তারা বিরোধী দলের নেতাকর্মীদের তাদের সন্ত্রাসী দিয়ে জঘন্য ভাবে হামলা চালাচ্ছে। তারা বিএনপির সমাবেশে মানুষের উপস্থিতি দেখে ভয় পেয়েছে। আমার রাজপথে থেকে এসব হামলার জবাব দিবো ইনশাআল্লাহ।