

ময়মনসিংহে দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৬ পিএম, ২৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:১৪ এএম, ৭ জুলাই,সোমবার,২০২৫

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর নারায়াগঞ্জের আড়াইহাজারে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে নগরীর নতুন বাজার এলাকায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করে তারা। এই মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা ও সাধারণ সম্পাদক আবু দাঈদ রায়হান।
পরে নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাব্শে করে ছাত্রদল। এ সময় দক্ষিণ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। আগামীদিনে আওয়ামী লীগের প্রতিটি হামলার জবাব রাজপথে কঠোর ভাবে দেওয়া হবে।