

কেন্দ্রীয় সভাপতি সম্পাদকের ওপড় হামলার প্রতিবাদে বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪১ পিএম, ২৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৩০ পিএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

শহীদ নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জ আড়াইহাজারে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর গাড়ীতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে শহরের নবাববাড়ি সড়ক থেকে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জেলা ছাত্রদলের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সোহরাব হোসেন বাপ্পির সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু আশা সিদ্দিকী রাকিব, রেমন রহমান, সহ সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রবিসহ সাংগঠনিক সম্পাদক সহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক সোয়েব ইসলাম অভি, মামদুদুর রহমান সানজাদসহ বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ।